রবিবার ২৭ মার্চ ২০২২ - ১৬:৩৭
খাকে-শিফা

হাওজা / হুজ্জাতুল ইসলাম মাওলানা তাকী আব্বাস রিজভী বলেন, ইমাম হোসেনের (আ:) সম্পত্তি বিক্রি করা মহাপাপ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, প্রতিটি যুগে বিবেকবান আপত্তিকারীরা তাদের ধর্ম, বিশ্বাস এবং বিবেককে ইচ্ছামতো বাণিজ্য করেছে আর আজও এই লোভ-লালসার বাজারে এই ধোঁয়াশা প্রকাশ্যেই ঘটছে, কোথাও কোরআন বিক্রি হচ্ছে তাবিজের রুপে।

কোথাও মসজিদের লেনদেন, কোথাও দানপত্র বিক্রি, কোথাও কবিরা বিক্রি করেছেন শব্দের ভান্ডার, কোথাও প্রচারক তার বক্তৃতা নিলামে তুলেছেন আবার কোথাও মাওলাবীরা ধর্ম, ঈমান, বিবেকও বিক্রি করেছেন।

গালা ডিনারে যা ঘটেছে তা আমাদের জন্য খুবই বিব্রতকর দিক যার নিন্দা করা উচিত কিন্তু! একইসঙ্গে কওমের মানুষও দায়ী।

যারা হোসাইন ও জিকরে হোসেনের নামে ব্যবসা করে তাদের নিন্দা ও জবাবদিহিতা আবশ্যক। ইমাম (আ.)-এর সম্পদ বিক্রি করার জন্যও তাদের তিরস্কার করা উচিত।

যারা ভুলে এই পর্যায়ে পৌঁছেছে তাদের ক্ষমা করা যেতে পারে কিন্তু তাদের ক্ষমা ও ক্ষতিপূরণের সুযোগ দেওয়া হবে না যারা জানে জিকর হোসেন এবং হোসেনের সম্পত্তি বিক্রি করা মহাপাপ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha